সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে বর্গাচাষী পুরুষ দলের মাঝে ঋণ বিতরণ করেছে পল্লী উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান ও স্বেচ্চাসেবক লীগ সভাপতি ফারুক হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ভাস্কর প্রসাদ ছৌধুরীসহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া বর্গাচাষী দলের ২৭ জন সদস্যের মাঝে নগদ ৭ লাখ ৫২ হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদনা: আরএইচ/এএইচআর
সোনাগাজীতে চাষীদের মাঝে ঋণ বিতরণ







