দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় সাইবার ক্রাইম বিষয়ক পরামর্শ সভায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ জার্নালিষ্ট ডেভেলপমেন্ট সোসাইটি (বিজেডিএস) দাগনভূঞা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিজেডিএস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রিন্সিপাল এমএ হোসেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর ননীর সভাপতিত্বে এতে সাইবার সিকিউরিটি এবং ক্রাইম নিয়ে আলোচনা অংশ গ্রহন করেন সাংবাদিক কাজী মোস্তাফিজ, বিজেডিএস কোম্পানিগঞ্জ সভাপতি নেয়ামত উল্যাহ সাগর, দুধমখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, রাম নগর কেএমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র সাহা, ফেনী আর টিভি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আজাদ মালদার, সাংবাদিক এমএ তাহের, দাগনভূঞা প্রেসক্লাব সেক্রেটারী ইমাম হাছান কচি, সাংবাদিক সিরাজ উদ্দিন দুলাল, এমএ কুদ্দুস, ইয়াছিন রনি, শিক্ষক তামান্না আক্তার, এডঃ রবিউল হক রবি, মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঞা,্ প্রাইম ব্যংক কর্মকর্তা মহিবুল হক খাঁন উপস্থিত ছিলেন,সাংবাদিক ওসমান গনি বিজেডিএস কোম্পানিগঞ্জ সেক্রেটারী নাজিম উদ্দিন নিজাম দাগনভূঞা বিজেডিএস সহ সেক্রেটারী তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সর্দার নিজাম উদ্দিন,দপ্তর সম্পাদক.সাইফুল ইসলাম সদস্য ইউসুফ, ইঞ্জনিয়ার মাছুম বিল্লাহ প্রমূখ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় সাইবার ক্রাইম বিষয়ক পরামর্শ সভা
