নতুন ফেনী ডেস্ক>>
ফুলগাজীতে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মন্তলা গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার পুলিশের উপ পরিদর্শক (এস আই) মো.আলমগীর হোসেন জানান, রবিবার রাতে সদর ইউনিয়নের মন্তলা গ্রামের মাদক সম্রাট মনির হোসেনের (২৫) বসত ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট মনির হোসেন পালিয়ে যায়।
ফুলগাজী থানার পরিদর্শক এমএম মুর্শেদ পিপিএম মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ