ফেনীতে ইঁদুর নিধন অভিযান শুরু – নতুন ফেনী ফেনীতে ইঁদুর নিধন অভিযান শুরু – নতুন ফেনী
 ফেনী |
১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ইঁদুর নিধন অভিযান শুরু

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫০ অপরাহ্ণ, ১০ অক্টোবর ২০১৬

নিজস্ব প্রতিনিধি>>
ফসলের ক্ষেত, ঘরের আসবাবপত্র, অফিসের নথি, আলমিরা, খাদ্য গুদাম থেকে শুরু করে সর্ব ক্ষেত্রেই ইঁদুরের ক্ষতিকারক প্রভাব বৃদ্ধমান। তাই বছরের কোন নির্ধারিত সময় ইঁদুর নিধন অভিযান পরিচালনা না করে পুরো বছর জুড়েই ইঁদুর নিধনে বিভিন্ন কর্মসূচী থাকা দরকার। এটি অভিযান নয়; এটি ইঁদুরের বিরুদ্ধে কৃষকদের একটি আন্দোলন। সোমবার সকালে ফেনীতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন কালে কৃষক নেতারা এ বক্তব্য দেন। ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম, নির্বাহী কর্মকর্তা পি.কে.এম এনামুল করিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু আল মনসুর, বিএডিসিরি উপ পরিচালক (বীজ) মো. রুহুল আমীন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম। উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আবু নঈম মো: সাইফুদ্দিন। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন পর্যায়ের কৃষক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী জেলা জুড়ে ইঁদুর নিধন অভিযান চলবে।
উল্লেখ্য: ২০১৫ সালে ফেনীতে ১ লক্ষ ৭৫ হাজার ৪৮০টি ইঁদুর মারা হয়। এ পরিমান ইঁদুর বেচে থাকলে প্রায়  ১ হাজার ৩১৬ মেট্টিক টন আমন ফসল নষ্ট হয়ে যেতো।
সম্পাদনা: আরএইচ/এনকে

আপনার মতামত দিন

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.