ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের বিরুদ্বে মানববন্ধন কর্মসূচি ও স্বারক লিপি প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রহিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক আহবায়ক মাষ্টার মফিজুল করিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,ছাগলনাইয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদ, সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁঞা, পৌর সভাপতি জনি মজুমদার, সাধারণ সম্পাদক আশ্রাফ হোসেন সহ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাগলনাইয়া উপজেলার ভূয়া মুক্তিযোদ্ধা মফিজুর রহমান সহ সকল ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ,সনদ বাতিল সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করার জন্য উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার’র কাছে স্বারকলিপি প্রদান করে সরকারের কাছে আবেদন করেন। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা ঢাকা- চট্রগ্রামের পুরাতন মহাসড়ক অবরোধ করে কিছুক্ষণ অবস্হান কর্মসূচী পালন করেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান







