ওবায়দুল কাদের আ’লীগের সাধারণ সম্পাদক – নতুন ফেনী ওবায়দুল কাদের আ’লীগের সাধারণ সম্পাদক – নতুন ফেনী
 ফেনী |
১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের আ’লীগের সাধারণ সম্পাদক

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩২ অপরাহ্ণ, ২৩ অক্টোবর ২০১৬
নতুন ফেনী ডেস্ক>>
আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন। রোববার বিকেলে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুন​র্নির্বাচিত হলেন। আর ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এদিকে, বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে।এর আগে দুই পর্বের রুদ্ধদ্বার কাউন্সিলে বিভিন্ন সাংগঠনিক জেলার ৩৫জন নেতা বক্তব্য দেন। সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিভাগের পক্ষে আরও ৬ জন জেলা নেতা। সব মিলিয়ে ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে  ৪১টি জেলার নেতা বক্তব্য দিয়েছেন। রবিবার দুপুর বিরতির পর অধিবেশনে বক্তব্য দেন ৮ জেলার নেতা।

নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদ চৌধুরী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে নির্বাচন কমিশননের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তার প্রতি সমর্থন জানান। এ সময়  উপস্থিত কাউন্সিলররা  তাতে সায় দেন। অন্যদিকে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তার প্রতি সমর্থন জানান। বিদেশে থাকাকালে ১৯৮১ সালের সম্মেলনে শেখ হাসিনা প্রথমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ ও ২০১২ সালে তিনি সভাপতি নির্বাচিত হয়ে আসছেন। দলটির প্রতিষ্ঠাতাদের অন্যতম ও স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু টানা ৪ বার দলটির সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৪ টার সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠার সময়ে বঙ্গবন্ধু দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদটি পান। এছাড়া অন্যান্য সভাপতির মধ্যে আবদুল হামিদ খান ভাসানী ৪ বার, এইএচএম কামারুজ্জামান ২বার এবং আব্দুর রশীদ তকর্বাগীশ ও আব্দুল মালেক এক বার করে সভাপতি নির্বাচিত হন।

এদিকে সাধারণ সম্পাদকের মধ্যে বঙ্গবন্ধু ছাড়া জিল্লুর রহমান ৫ বার, তাজউদ্দিন আহমেদ, আবদুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম ২ বার এবং শামসুল হক, সৈয়দা সাজেদা চৌধুরী ও আবদুল জলিল এক টার্মেরর জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবয়দুল কাদের এবার প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২০০২ সালের সম্মেলনে দলের ১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ ও ২০১২ সালে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। নোয়াখালী অঞ্চল থেকে নির্বাচিত এই সংসদ  সদস্য বর্তমানে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

এর আগে আওয়ামী লীগের পুরনো কমিটি বিলুপ্ত করে বিকাল পৌনে ৫টায় আলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে মঞ্চ থেকে নেমে কাউন্সিলর সারিতে বসেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর নেতা নির্বাচন করতে মঞ্চে ওঠে তিন সদস্যের নির্বাচন কমিশন। এই তিনজন হলেন, অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন, ড. মশিউর রহমান ও রাশেদুল আলম।
বিদায়ী ভাষণে কাউন্সিলরদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনারা বলেছেন, আজীবন আমাকে নেতৃত্ব দিতে। এটা সম্ভব নয়। আমি তো মনে করি, আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা পূরণ করেছি।’ তিনি বলেন, ‘দলকে দ্বিতীয় দফা ক্ষমতায় এনেছি। তিনবার সরকার গঠন করেছি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। আমি মনে করি, আমার কাজ শেষ।’তবে উপস্থিত কাউন্সিলররা সমস্বরে ‘না-না-না’ বলতে থাকেন।

সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.
casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom sekabet sekabet güncel giriş sekabet giriş sekabet casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom betkom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom jojobet casibom betkom betkom betkom casibom güncel giriş casibom giriş jojobet güncel giriş jojobet giriş jojobet jojobet güncel giriş jojobet giriş jojobet casibom sekabet sekabet güncel giriş sekabet giriş sekabet casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom casibom güncel giriş casibom giriş casibom betkom betkom güncel giriş betkom giriş betkom betkom casibom güncel giriş casibom giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom betkom güncel giriş betkom giriş betkom betkom betkom güncel giriş betkom giriş betkom sekabet güncel giriş sekabet giriş sekabet sekabet güncel giriş sekabet giriş sekabet kingroyal güncel giriş kingroyal giriş kingroyal betkom betkom güncel giriş betkom giriş betkom casibom casibom güncel giriş casibom giriş casibom betwoon casibom güncel giriş casibom giriş casibom ultrabet artemisbet betkom artemisbet güncel giriş artemisbet giriş artemisbet betkom güncel giriş betkom giriş betkom betwoon giriş betwoon casibom casibom güncel giriş casibom giriş casibom mobilbahis mobilbahis güncel giriş mobilbahis giriş mobilbahis casibom mobilbahis casibom casibom giriş mobilbahis güncel giriş mobilbahis giriş mobilbahis cratosroyalbet casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom paribahis güncel giriş paribahis giriş paribahis fixbet güncel giriş fixbet giriş fixbet betpark güncel giriş betpark giriş betpark betzula güncel giriş betzula giriş betzula nakitbahis güncel giriş nakitbahis giriş nakitbahis superbet güncel giriş superbet giriş superbet maxwin ultrabet mobilbahis pusulabet betturkey güncel giriş betturkey giriş betturkey cratosroyalbet güncel giriş cratosroyalbet giriş cratosroyalbet extrabet güncel giriş extrabet giriş extrabet maxwin güncel giriş maxwin giriş maxwin ultrabet güncel giriş ultrabet giriş ultrabet pusulabet güncel giriş pusulabet giriş pusulabet mobilbahis güncel giriş mobilbahis giriş mobilbahis casibom giriş casibom casibom matbet güncel giriş matbet giriş matbet matbet giriş matbet mobilbahis giriş mobilbahis mobilbahis güncel giriş mobilbahis giriş mobilbahis mobilbahis güncel giriş mobilbahis giriş casibom casibom casibom güncel giriş casibom giriş casibom casibom güncel giriş casibom giriş casibom casibom