মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার, বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার, বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে । অন্যান্য মুক্তিযোদ্ধার মধ্যে ‘এ’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ভাতা ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকা, ‘বি’ শ্রেণির ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা, ‘সি’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, ‘ডি’ শ্রেণির মুক্তিযোদ্ধাদের ভাতা ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া মৃত যুদ্ধাহত পরিবারের সদস্যদের ভাতা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
সাত বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার টাকা থেকে ২৫ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা এবং তারামন বিবির ভাতা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। কেউ দুটি ভাতার আওতায় আসলে তিনি সবোচ্চ ভাতাটি পাবেন বলে জানান শফিউল আলম। ২০১৬ সালের জানুয়ারি থেকে এ ভাতা কার্যকর হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সম্পাদনা: আরএইচ







