নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে শষ্য ক্ষেতে পোকা সনাক্তকরণ ও দমনে আলোক ফাঁদ প্রদর্শনী হয়েছে। রবিবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হুজুরী ও সুন্দরপুরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চরহুজুরী আইপিএম ক্লাবের সভাপতি মাস্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক মো. শহিদুল হক। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাফিউল আলম রাসেল, উদ্ভিধ সংরক্ষণ কর্মকর্তা মো. মতিউর রহমান। অনুষ্ঠানে স্থানীয় কৃষক সংগঠন আইপিএম ক্লাবের সদস্য ও বিভিন্ন পর্যায়ের শষ্য উৎপাদন কাজে জড়ি কৃষকরা অংশ নেয়। পরে সুন্দরপুর আইপিএম ক্লাবের সভাপতি মো. রবিউল হক মিন্টুর সভাপতিত্বে আল-হেরা একাডেমী সংলগ্ন স্থানে আলোক ফাঁদ প্রদশনী করা হয়।
সম্পাদনা: এনকে
ফেনীতে শষ্য ক্ষেতে আলোক ফাঁদ প্রদর্শনী







