নিজস্ব প্রতিনিধি>>
পরশুরামে মুহুরীর চর পরিদর্শনে আসেন ভার-বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপরে বিলোনিয়া সীমান্ত এলাকার অমিমাংসিত এ চর পরিদর্শন করে তাঁরা।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা রহমতুল মোনায়েম ও ভারতে বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শ্রী প্রিয়া রাঙ্গা মাথানে নেতৃত্বে প্রতিনিধি দলে সর্বমোট ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা দুই দেশের প্রতিনিধি দল মুহুরি চর পরিদর্শন করেছেন। তারা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
এসময় ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, উপজেলা নির্বাহি অফিসার মনিরা হক, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
পরশুরামের মুহুরীর চর পরিদর্শনে ভারত-বাংলাদেশের প্রতিনিধিদল








