নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে সাড়ে আট হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার শহরের মরিচপট্টির একটি ভবন থেকে এগুলো জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ আলী। পরে ইতালি ভবনের তিন তলা থেকে ৫ম তলা পর্যন্ত বিভিন্ন কক্ষে তল্লাসি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৮ হাজার ৫শ’ কেজি পলিথিন জব্দ করা হয়। ওই মার্কেটের মালিককে পাওয়া যায়নি। আদালত অবৈধ পলিথিন রাখার দায়ে পার্শ্ববর্তী পানপট্টির ইসলাম প্লাস্টিকের মালিক রফিকুল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করে। এসময় পরিবেশ অফিসের সহকারী পরিচালক আনারকলি, পরিদর্শক মমিনুল হক উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে সাড়ে আট হাজার কেজি পলিথিন জব্দ
