নতুন ফেনী ডেস্ক>>
পরশুরাম পৌরসভার সাবেক কমিশনার মাইন উদ্দিন সেলিমের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার পৌরশহরের উত্তর বাজারে জেলা প্রশাসকের নির্দেশে নির্মানাধীন ভবনটি ভেঙ্গে ফেলা হয়।
সংশ্লিণ্ট সূত্র জানায়, ফেনী-বিলোনিয়া সড়কের পরশুরাম উত্তর বাজারে কহুয়া ব্রীজের পাশে সরকারি জায়গা দখল করে সাবেক পৌর কমিশনার মাইন উদ্দিন সেলিম একটি দ্বিতল ভবন নির্মান কাজ শুরু করেন। বিষয়টি ফেনী জেলা প্রশাসক জানতে পেরে পরশুরাম উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল ইসলামকে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। অবশেষে সোমবার সকাল থেকেইে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে নির্মিত এ ভবনটি গুড়িয়ে দেন তিনি।
এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মান করায় মাইন উদ্দিন সেলিমের নামে উচ্ছেদ মামলা হয়েছে।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে সাবেক কমিশনারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
