নিজস্ব প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় অস্ত্রসহ ফয়েজ আহাম্মদকে (৩৩) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার নাঙ্গলমোড়া গ্রামের ফোরম্যান বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ী ঘেরাও করে র্যাব। এসময় ১টি পিস্তল, ২ রাউন্ড বুলেট, ১টি ম্যাগজিন, ৯ রাউন্ড বোর কার্তুজসহ ফয়েজ আহাম্মদকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত ফয়েজ আহাম্মদ একই এলাকার মৃত মজল হকের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম অস্ত্রসহ সন্ত্রাসী আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ছাগলনাইয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
