নিজস্ব প্রতিনিধি >>
ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমাজ সেবক নুরুল আলম বাচ্চু’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ সালাম স্টেডিয়ামে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায়, মহান মুক্তিযুদ্ধোর সাব সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী জাফর ইমাম বীর বিক্রম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক আমিন উল আহসান, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বিকালে হাসপাতালের কাজ শেষে বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম বাচ্চু। পরে পরিবারের লোকজন তাকে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত গোষণা করেন। ফেনী সুপার মার্কেটের স্বত্ত্বাধিকারী নুরুল আবছার বাচ্চু ফেনী ডায়বেটিকস হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সেবা সংগঠন লায়ন্স ক্লাবের সদস্য ও ফেনী ক্লাবের আজীবন সদস্য ছিলেন।
সম্পাদনা: আরএইচ
নুরুল আবছার বাচ্চু’র দাফন সম্পন্ন








