নিজস্ব প্রতিনিধি>>
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে জহির রায়হান হল পুন:নির্মাণের আশ্বাস দিয়েছেন সাবেক প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী। বৃহস্পতিবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আজিজ আহাম্মদ চৌধুরী বলেন, জেলা পরিষদ প্রশাসক হিসেবে আমি দল-মত নির্বিশেষে কাজ করার চেষ্টা করেছি। আমার অতীত কর্মকান্ডে আশান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সমর্থন দিয়েছেন। তিনি আরো বলেন, জয়নাল হাজারী সম্পাদিক দৈনিক হাজারিকা পত্রিকায় আমাকে নিয়ে একটি মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। আজিজ চৌধুরী আরো বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে সততা ও জবাবদিহিতাকে পূঁজি করে আ’লীগের রাজনীতি করে আসছি। এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করে ফেনী আওয়ামীলীগের ঐক্য বিনষ্ট হবে না।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় সম্মেলনে ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীলসহ জেলার সকল পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/টিএইচএন
জহির রায়হান হল পূন:নির্মাণের আশ্বাস আজিজ আহাম্মদ চৌধুরী’র








