নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে কাভার্ডভ্যান ভর্তি ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ’ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগের একটি বিশেষ টহল দল। এসময় সন্তেহজনক একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট-১৬-৪১০৮) থামতে নির্দেশ দিলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে জব্দকৃত গাড়ীভর্তি কাঠ বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসা হয়।
ফেনী সামাজিক বন বিভাগের কর্মকর্তা এসএম কায়সার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদনা: আরএইচ/ডিটি
ফেনীতে কাভার্ডভ্যান ভর্তি ১২ লাখ টাকার সেগুন কাঠ জব্দ








