শহর প্রতিনিধি>>
ফেনীতে মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফেনী সভাপতি মো: শহিদ উল্লা ভূইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে ও মো: ফারুক সবুজের পরিচালনায় অনুষ্্ঠানে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, সাংবাদিক শেখ কামাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনীর সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকা, মো: হাসান, জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া স্বপন, তারেক মজুমদার, ফেনী পৌর মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা বেগম মন্জু, সাবেক কাউন্সিলর আরিফুল আলম সুমন, শফিউল ইসলাম জিয়াউল হক শাহজাহান, নুরুজামান প্রমূখ।
র্যালী ও মানববন্ধন শেষে সংগঠনের নবগঠিত কমিটির পক্ষ থেকে ফেনী ২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে মানবাধিকার দিবস পালিত








