দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় নিখোঁজ জাহিন তাসলিম রিন্তির (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয় নারায়নপুর গ্রামের ওসমান আলী মিয়ার বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে এক মহিলাকে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিন্তি বাড়ীর পাশে খেলতে যায়। সন্ধ্যার সময় ঘরে না ফিরলে তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে রিন্তির বাবা নাসির উদ্দিন ওই দিন রাতে দাগনভূঞা থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরেরশনিবার সকালে একই বাড়ীর দুই ঘরের ছিপা থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনা নিহতের পিতা বাদী হয়ে দাগনভূঞা থানায় রেহানা আক্তার নামের একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩জনকে আসামী করে মামলা দায়ের করে।
দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার








