দাগনভূঞা প্রতিনিধি>>
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি লাভ করলনে ফেনী জেলার দাগনভূঞার মোহাম্মদ কামরুল ইসলাম। ১ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক আদেশে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে বলে জানানো হয়। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোহাম্মদ কামরুল ইসলাম ২০০৯ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
কামরুল দাগনভূঞা উপজেলার চন্ডিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ আবু তাহেরে ও ছালেহা তাহেরের মেঝ ছেলে। তার স্ত্রী ফারহানা আক্তার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। তাঁর বড় ভাই মোজাহেরুল ইসলাম সোহেল বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ঢাকা মহানগর (উত্তর) সভাপতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির উপদেষ্টা।
পদোন্নতি লাভের প্রতিক্রিয়ায় তিনি বলেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য বাবার মত নিজের সর্বোচ্চ ত্যাগ করতে সবসময় প্রস্তুত আছি। মানুষের ভালোবাসা, শ্রদ্ধায় ও দোয়ায় এতদুর আসতে পেরেছি। মানুষের জন্য কাজ করতে পারাটা আমার জন্য অনেক সম্মানজনক।
সম্পাদনা: আরএইচ/ইআর
অতিরিক্ত পুলিশ সুপার হলেন দাগনভূঞার কামরুল








