ছাগলনাইয়া প্রতিনিধি>>
৫ জানুয়ারি গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আ’লীগের উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদারের সভাপতিত্বে ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান, জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, পৌর আ’লীগের সাধারণ সসম্পাদক মোঃ জসিম উউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল হাই ভূঁঞা, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মূসা, সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শাহীন সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ
ছাগলনাইয়ায় গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
