নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো শ্লোগানকে সামনে রেখে জাতিয় শিক্ষা সাপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাছলিমা খানম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সোনাগাজী মাদ্রাসা প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেলিম, সোনাগাজী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নুর করিম সাইফুল, সোনাগাজী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমদ, আলহেলাল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এর আগে উপজেলা চত্তর থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে জাতীয় শিক্ষা সাপ্তাহ পালিত







