নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূইয়ায় বিবি কুলসুম ঝর্ণা (৩৩) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোমবার ভোর রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের ছমির মুন্সি হাটের নেজাম উদ্দিন বাড়িতে ভোর রাতে ৭/৮ জন দূর্বৃত্ত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ দূর্বৃত্তদের চিনে পেলায় তাকে জবাই করে হত্যা করে। পরে নিহতের ছেলে আবিদ হাছান সিয়ামের শোর-চিকৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত গৃহবধূ তিন মাসের এক বাচ্চাসহ তিন সন্তানের জননী ছিল। নিহত গৃহবধু ওই গ্রামের ওমান প্রবাসী ওলি উল্যাহর স্ত্রী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত উদ্ধার করেছেন। লাশ ময়না তদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ক্লু উদঘটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ
দাগনভূইয়ায় প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা







