ফেনীতে জেলী মিশ্রিত চিংড়ি জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে জেলী মিশ্রিত চিংড়ি জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা • নতুন ফেনী
 ফেনী |
১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে জেলী মিশ্রিত চিংড়ি জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০২:০০ অপরাহ্ণ, ০১ ফেব্রুয়ারি ২০১৭

নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে জেলী মিশ্রিত আড়াই মন চিংড়ি জব্দ করে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে শহরের পৌর মাছের আড়তে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

natunfeni.news-03
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী পৌর মাছ বাজারের বারো আউলিয়া মাছের আড়ৎ ও যমুনা ফিশারিজ থেকে জেলী মিশ্রিত আড়াই মন চিংড়ী জব্দ করে। এসময় তাদের ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করে জব্দকৃত চিংড়ি প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। সূত্র আরো জানায়, তাঁরা পরীক্ষা করে দেখেন প্রতি কেজী মাছে ২০০ গ্রাম জেলি মিশিয়ে বাজারে বিক্রি করছে ব্যবসায়ীরা। এতে ক্রেতা সাধারণকে চরম ভাবে ঠকাচ্ছে ওই সব ব্যবসায়ীরা।
এ সময় অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার সালাম, শ্যামল চন্দ্র বসাক, জেলা মৎস কর্মকর্তা এবং সদর উপজেলা মৎস কর্মকর্তা মো. মানিক মিঞা, ফেনী সদর উপজেলা মৎস কর্মকর্তা ও মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.