নিজস্ব প্রতিনিধি>>
ফেনী আসছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। ৫ ফেব্রুয়ারী রবিবার পুলিশ লাইনস্ েআয়োজিত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে ১৯৭১ সালে পুলিশ বিভাগ থেকে মুক্তিযুদ্ধে নিহতদের পরিবার, আহত ও যুদ্ধে অংশ নেয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল মুক্তিযোদ্ধা, তাদের পরিবার, সংবাদকর্মী ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
জেলা পুলিশ সুপার রেজাউল হক পিপিএম জানান, মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ