ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া জিনারহাট ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও নিউজ বিএনএ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জাকারিয়া’র সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওঃ সামছুল করিম ভূঁঞার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ, চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজান উদ্দিন, মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ আব্দুরউপ, প্রভাষক মোস্তফা কামাল সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শেষে বিভিন্ন ইভেন্টে ২০০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ