নিজস্ব প্রতিনিধি >>
চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। রবিবার বিকাল ৫টায় ঢাকার আন্তর্জাতিক শাহজালাল (র:) বিমানবন্দর থেকে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
তাঁর ছেলে জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান সুমন জানান, আবদুর রহমান বিকম হৃদরোগসহ নানা রোগে ভুগছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও ফেনীতে চিকিৎসা নেয়ার শেষে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ের এ্যপোলো হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তরের চিকিৎসা নেবেন। তাঁর সফর সঙ্গী হিসেবে তিনিসহ মা ফিরোজা আক্তার রয়েছেন। আগামী ৬ মার্চ তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীসহ ফেনীবাসীর নিকট দোয়া কামনা করেন।
সম্পাদনা: আরএইচ