নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে দুই কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াছ (৩৫) নামে এ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর স্টার লাইন পেট্টোল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদিনা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো- জ-০৪-০৩৭৩) তল্লাসি চালিয়ে ২ কেজি গাঁজাসহ মোঃ ইলিয়াছকে আটক করা হয়। আটককৃত ইলিয়াছ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনের চর এলাকার মো. কুদ্দুস শিকদারের ছেলে। সে ঢাকার শ্যামপুর পশ্চিম জোরাইন এলাকার ইদ্রিছ মিয়ার টিন শেড় ঘরে ভাড়ায় থাকে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়র সাথে জড়িত।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়ের পূর্বক তাকে থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদনা: আরএইচ