শহর প্রতিনিধি>>
ফেনীতে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এ শ্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে র্যালি, খামারী সমাবেশ ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়।
ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: আবু আল মনসুর’র সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক ড. মো: খালেদ কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: মনিরুজ্জামান, এফ.ডি.আই.এল’র জ্যৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো: আবদুর রশীদ, দৈনিক প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের ও চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি রবিউল হক রবি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ’র প্রেসিডেন্ট ফয়েজ আহমেদ ভূঁঞা, ফেনী জেলা ডেইরী খামার মালিক সমিতি’র সভাপতি হাজী মোহাম্মদ ইস্হাক মজুমদার।
সম্পাদনা: আরএইচ