পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামের বিআরডিবি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
বিআরডিবির চেয়ারম্যান ইয়াছিন শরীফ মজুমদার এর সভাপতিতে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী,ফেনী জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম,বিআরডিবির কর্মকর্তা তাজুল ইসলাম, পরশুরাম পলী বিদ্যুৎ সমিতির এমিএম আমজাদ হোসাইন,সমিতির সদস্য মোঃ ইউছুপ ভূইয়া প্রমূখ।
ফিল্ড কর্মকর্তা সঞ্জিব কুমার সাহার সঞ্চালনায় পরে ৮৭টি সমিতির ৭শ’ ৪০জনকে ১কোটি ৯০লক্ষ টাকার সহজ কিস্তিতে ঋণ প্রদান করেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ