নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল’র দ্বিবার্ষিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও কাউন্সিলের সভাপতি নিজাম উদ্দিন হাজারী।
ফেনী জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হাফেজ আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিন উল আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর আলম সরকার, জজ কোর্টের জিপি এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, মানবাধিকার কাউন্সিলের চীপ কোঅর্ডিনেটর ইদ্রিস আলী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর শাহজাহান সাজু, সম্মেলনের আহবায়ক কাজী আরিফ প্রমুখ।
সম্পাদনা: আরএইচ