নাজিম উদ্দিন চৌধুরী >>
ফেনী সরকারী কলেজ বধ্যভূমি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ফেনী সরকারী কলেজ সংলগ্ন বধ্যভূমিকে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান, ফেনী সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, জেলা কালচারাল অফিসার এইচটিএম কামরান হাসান, ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধূরী প্রমূখ।
এদিকে শহরের কলেজ রোডস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জলন করে খেলাঘর আসর। সংগঠনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর প্রতিনিধি ও খেলাঘর আসনের সহ-সভাপতি যতন মজুমদারসহ সংগঠনের সদস্য বৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এনইউসি