ফেনীতে প্রথম প্রহরে নয় ভোরে স্মৃতিস্তম্ভে ফুল দিবে মানুষ • নতুন ফেনীনতুন ফেনী ফেনীতে প্রথম প্রহরে নয় ভোরে স্মৃতিস্তম্ভে ফুল দিবে মানুষ • নতুন ফেনী
 ফেনী |
২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে প্রথম প্রহরে নয় ভোরে স্মৃতিস্তম্ভে ফুল দিবে মানুষ

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৪ অপরাহ্ণ, ২৫ মার্চ ২০১৭

নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোয় নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দেয়া থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়েছে। তবে ভোরে (৫টা ৫৭ মিনিটে) এ কর্মসূচি পালিত পালনের জন্য স্তম্ভের গেইট খোরা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জঙ্গি ও আত্মঘাতী হামলার কারণে সারা দেশের বিশেষ সতর্ক অবস্থা জারি করে সরকার। তারই অংশ হিসেবে মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষার্থে স্বাধীনতা দিবসে রাতে কর্মসূচি পালন না করে দিনের বেলা এসব কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়।
সম্পাদনা: আরএইচ

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.