নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে জঙ্গি আটকে আবারো অভিযান পরিচালনা করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি মেসে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ওই এলাকার একটি মেসে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ সুপার এসএস জাহাঙ্গীর আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল। ঘন্টা ব্যাপী অভিযানে পুলিশ ওই ম্যাস থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। তবে তদন্তের সার্থে পুলিশ আটককৃতদের নাম পরিচয় গোপন রেখেছে। অভিযানে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ছাড়াও ফেনী মডেল থানার পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (সদর) উক্য সিং অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।
এর আগে ১৭ মার্চ ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী বলে রামপুর সওদাগর বাড়ির নারিকেল ব্যবসায়ী মো: ইব্রাহীমের বাড়ির নিচ তলায় মার্চ মাসের ৩ তারিখে ভাড়া নেয় জঙ্গি হাসান। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।
১৩ মার্চ সোমবার রাতে মাওলানা আবদুর রহমান (৪০) নামে এক হরকাতুল জিহাদ (হুজি) সদস্যকে ধরতে শহরের শান্তিধারা আবাসিক এলাকাসহ একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। চতুর আবদুর রহমান পুলিশের উপস্থিতির টের পেয়ে এর আগেই পালিয়ে যায়। আবদুর রহমান পরশুরাম উপজেলার দক্ষিণ কাউতলী গ্রামের রুস্তম আলী চৌধুরী বাড়ির শফিকুর রহমান ও ছকিনা বেগমের ছেলে। তার বিরুদ্ধে মতিঝিল থানায় ২০০৯ সালে নাশকতা মামলাসহ বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনইউসি
ফেনীতে আবারো জঙ্গি আটকে পুলিশের অভিযান
