ফুলগাজী প্রতিনিধি>>
ফুলগাজীতে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মনতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১টি দেশীয় কাটা বন্ধুক, ৪ রাউন্ড গুলি ও ও ৫০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিলসহ মো. মজনু মিয়া ওরফে মনির আহমেদকে (২৬) আটক করা হয়। পুলিশ জানায়, মনির আহমেদ দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। সে বিভিন্ন সময়ে পুলিশকে ফাঁকি দিয়ে এলাকায় চলাফেরা করেন। তাঁর বিরুদ্ধে ফুলগাজী থানায় অস্ত্র ও মাদক সহ সাতটি মামলা রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ এক মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
