পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে দুর্নীতি বিরোধী সপ্তাহ উপযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে পরে উপজেলা চত্ত্বেরে এসে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাষ্টার মোঃ শাহাদাত হোসেন মজুমদার’র সঞ্চালনায় উপজেলার দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মাষ্টার সামছুল হুদা মজুমদার এর সভাপত্বি উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদাল, প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ফারুক, মাস্টার মোঃ আব্দুল্লা আল মামুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সবাই দুর্নীতি প্রতিরোধ কল্পে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সর্বত্বরের সকলকে কাজ করার আহবান জানান। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ
পরশুরামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন







