নতুন ফেনী ডেস্ক>>
সোনাগাজীতে এক রাতে দু’বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দুটি বাড়ি থেকে স্বর্ণলংকার ও নগদ টাকা সহ ৮ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। রবিবার গভীর রাতে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রোববার দিবাগত ৩টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের মল্লিক বাড়ির স্টশনের পাশে সুজাপুর গ্রামের ওবায়েদুল হক মল্লিকের বাড়িতে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, জমি বিক্রির নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। একই রাতে একই গ্রামের বেচু পাটোয়ারী বাড়ীর মাহবুবুল হকের ঘরের দরজার ছিটকানী ভেঙ্গে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ কাজী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জুনায়েদ কাউছার ও সোনাগাজী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. হুমায়ূন কবির ও সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর দুটি ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আরএইচ
সোনাগাজীতে এক রাতে দুই ডাকাতি ॥ ৮ লাখ টাকার মালামাল লুট







