দাগনভূঞা প্রতিনিধি>>
হাইকোর্টের নির্দেশ অমান্য করে ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাবোর্ডের বেঁধে দেওয়া বিভাগভেদে সর্বোচ্চ এক হাজার ৩শ’ টাকা নির্ধারণ করা হলেও এ ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আদায় করছেন পাঁচ গুণেরও বেশি। এ নিয়ে অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্কুল সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে তিন বিভাগে মোট ৭৮ জন ছাত্রছাত্রী থাকলেও নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে পাশ করেছে মাত্র ১১ জন। বাকি ৬৭ জন অকৃতকার্য (ফেল) করেছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় ৫০ জনের মধ্যে ৩ জন, বিজ্ঞান শাখায় ১৩ জনের মধ্যে ৮ জন পাশ করেছে। মানবিক শাখায় ১৫ জনের মধ্যে কেউ পাশ করেনি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, শিক্ষকদের উদাসীনতায় শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ৪ হাজার ৬শ’ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে ধনী গরীব বাচ-বিচার করছেন না তাঁরা।
এদিকে গত ১০ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি জাতীয় দৈনিকে ‘আটগুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন। এছাড়া বাড়তি ফি আদায় বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন আগামী ১০ ডিসেম্বর আদালতে দাখিল করতে বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কেবলমাত্র বোর্ড নির্ধারিত ফি আদায় করে রেজিস্ট্রেশন করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তবে এর সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক জানান, এসএসসির ফরম পূরণে যেসকল স্কুল অতিরিক্ত ফি আদায় করছে তা সম্পূর্ণরূপে অবৈধ। টাকা আদায়ের রশিদ ব্যবহার না করে যে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের কাছ থেকে ৪/৫ গুণ বেশি টাকা আদায় করেছে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বোর্ড চেয়ারম্যান আরো জানান, সম্প্রতি অতিরিক্ত ফি আদায় বন্ধে হাইকোর্ট একটি রুল জারী করেছে। এর পরও কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সকল স্কুল ফরম পূরণে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আরএইচ/জেপি
সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ







