সদর প্রতিনিধি>>
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে ১১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রকল্পের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান ও ফেনী জজ কোর্টের জিপি প্রিয়রঞ্জন দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য সাহাব উদ্দিন সিকদার।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বিকম, এডভোকেট নুর হোসেন, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, হারুনুর রশিদ এলএলবি, সাখাওয়াত হোসেন শাকা, জেলা যুবলীগের সদস্য আজিমুর রহমান ভূঁঞাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এলজিইডির অর্থায়নে দেবীপুর বিসিক সড়ক, আজিজিয়া সুলতানিয়া মাদরাসা সড়ক, দেবীপুর জাহনপুর সংযোগ সড়ক, শর্শদি নতুন বাড়ি সড়ক, উলফেতের নেছা বক্তারমুন্সি সড়ক, ঘাগড়া চোছনা সড়ক, নোয়াবাদ দেবিপুর সংযোগ সড়ক, শর্শদি ইউনিয়ন পরিষদ ফটক ও রাস্তা, ঢাকা চট্টগ্রাম পুরাতন হাইওয়ে সড়ক, ফখরুদ্দিন মোবারক শাহ সড়ক ও আবুপুর ক্ষুদ্র সেচ প্রকল্প উদ্বোধন করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
সম্পাদনা: আরএইচ







