নিজস্ব প্রতিনিধি>>
মুখে হাসি ফুটে উঠলো ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুরের কয়েক শ’ কৃষকের মুখে। পাহাড়ী বন্যা কৃষিতে ক্ষতি রোধে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে পানি ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করায় স্থানীয় কৃষকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ী বন্যায় এ এলাকার কৃসিজমি তলিয়ে যায়। যার ফলে এখানকার শত শত কৃষক ক্ষতির সম্মুখিন হয়। এ অঞ্চলের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে ৫ কিলোমিটার বেড়ীদবাধ নির্মাণ, ৪ ভেল্টের একটি রেগুলেটর, ২টি বক্সকাল ভার্ট নির্মাণ করেন। এতে অঞ্চলের প্রায় ৮’শ হেক্টর কৃষি জমি বন্যা মুুক্ত ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও গ্রামের সাধারণ মানুষরা স্থায়ী বন্যার হাত থেকে রক্ষা পাবে।

জয়নাল আবেদীন নামে স্থানীয় এক কৃষক জানান, প্রতি বছর বন্যার পানিতে ধানসহ বিভিন্ন সবজি তলিয়ে যায়। এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হন। এ প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রনসহ পানি ব্যবস্থাপনা করতে পারলে এখানকার মানুষের মাঝে কোন ধরণের অভার থাকবে না। এর জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় এমপি নিজাম হাজারীকে ধন্যবাদ জানান। কৃষি উন্নয়নে এ প্রকল্প উদ্বোদন করায় খুশি আবু তৈয়ব, এনায়েত উল্যাহ, সাহাব উদ্দিনের মত এ এলাকর শত শত কৃষক ও তাদের পরিবার।
মঙ্গলবার এসব প্রকল্পসহ প্রায় ১১ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন ফেনী-২ আসরেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম পাটোয়ারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দিদারুল কবির রতন, সমিতির প্রধান সংগঠক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ উল্যা, আবুল কালাম মোল্লা, মোঃ করিম, মোঃ মিরহোসেন মিজি, সিরাজুল ইসলাম প্রমুুখ।
সম্পাদনা: আরএইচ







