নতুন ফেনী ডেস্ক>>
মো: শহীদুল ইসলাম সোহেল (২৮) দীর্ঘ দিন থেকে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে ভুগছেন। তার বাবা আবু আহাম্মদ সহায়-সম্পদ বিক্রি করে ঢাকা পিজি ও কমফোর্ট হাসপাতালে চিকিৎসার চেষ্টা চালিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ১৬ ডিসেম্বর তাকে ভারতে নিয়ে চেন্নাই মাদরাজ সিএমসি হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে তিনি ওই হাসপাতালের হেমাটোলোজী বিভাগের চিকিৎসক অধ্যাপক আবি অবরাহীম এর তত্বাবধানে রয়েছেন। এ যাবত তার চিকিৎসায় পরিবার ও স্বজনরা প্রায় ১০ লাখ টাকা ব্যয় করেছেন। সোহেলের চিকিৎসায় আরও অন্তত ১২ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। দ্রুত এ টাকার ব্যবস্থা করা না গেলে তাকে বাঁচানো সম্ভব হবেনা। ভাইকে বাঁচাতে সমাজের দানবীর ও জনসাধারনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন নুর আলম।
সাহায্য পাঠাতে নুরুল আলমের নামে করা ডাচ বাংলা ব্যাংক ফেনী শাখার এ্যাকাউন্ট নং ১৪০ ১৫১ ১১৪৮৭৮, মোবাইল ০১৭৫০ ৪৭৭৬০৩ (বিকাশ), ইমো:০১৮৫৪ ০৪৭০৬৩ ও ০০৯১৯৭ ৯১৯৪৭৩৮৬ (ভারত) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। সোহেল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আক্রামপুর গ্রামের আবু আহাম্মদের ছেলে।
সম্পাদনা: আরএইচ/এনকে