আলমগীর হোসেন রিপন >>
সোনাগাজীতে প্রচন্ড গরমে কর্মজীবী মানুষের মাঝে স্থবিরতা নেমে এসেছে। তীব্র দাবদাহ ও অসহনীয় লোডশেডিং নাকাল মানুষ। মঙ্গলবার দুপুর বারটায় উপজেলার পৌর শহরে জনসাধারণের আনাগোনা নেই বললেই চলে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে মানুষ। যারা প্রয়োজনে বের হয়েছে তারাও একটু ছায়ার খোঁজে বড় দালান এবং দোকানে পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন।
পৌর শহরের কোমল পানীয়’র দোকান গুলোতে জনসাধারণের ভীড় প্রমাণ করে তীব্র দাবদাহ মানুষের স্বাভাবিক চলাফেরাকে অস্বাভাবিক করে তুলেছে। ভিড় লেগে আছে ফুটপাতের শরবরত ও ঠান্ডা পানীয়ের দোকান গুলোতে।
আবদুল মোতালেব নামের স্থানীয় এক বাসিন্দা জানান, অতিরিক্ত গরম ও লোডশেডিং সমস্যার কারণে ঘরে থাকাটাও অধিক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এত গরম ইতপূর্বে আমরা দেখিনি।
সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মহিউদ্দিন মোরশেদুল্লাহ জানান, সোনাগাজীতে গ্রাহকের চাহিদামত বিদ্যুৎ আমরা পাচ্ছিনা এর ফলে লোডশেডিং সমস্যা বড় আকার ধারণ করছে। সোনাগাজীতে ১৭১৬৭ গ্রাহকের সাড়ে ১৪ গ্রীড় আমরা ফেনী থেকে পাচ্ছি মাত্র ৫-৬ গ্রীড়। তিনি আরো জানান আগামী তিন-চার দিন এ সমস্যা থাকতে পারে। তবে রমজানের পূর্বে লোডশেডিং সমস্যা থাকবেনা বলে এ আশ্বাস দেন।
সম্পাদনা: আরএইচ/এএইচআর