ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়ায় বিদ্যুতের দাবীতে মানববন্ধন করেছে গ্রাহকরা। মঙ্গলবার শহরের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।
মানববন্ধনে ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব জিয়া হায়দার স্বপনসহ বিক্ষুদ্ধ বেশ কয়েকজন গ্রাহক বক্তব্য রাখেন। বক্তারা হুঁশিয়ারী করে বলেন, এভাবে চললে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচীসহ বিদ্যুৎ বিল পরিশোধ না করে নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে জনজীবন অচল করে দেয়া হবে। গ্রাহকদের অভিযোগ, দিবা-রাত্রী ৩-৪ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকেনা। তাপদাহ যত বেশী তীব্র হয় লোডশেড়িং-এর মাত্রা তত বেশী হয়। ঘন ঘন লোডশেড়িং-এ বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ নির্ভরশীল শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতালের রোগীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বক্কর শিবলু জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম বিধায় লোডশেডিং হচ্ছে, দ্রুত লোডশেডিং কমানোর চেষ্টা চলছে। এছাড়া সারাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো কিছু কিছু বন্ধ রয়েছে বিধায় উপজেলা পর্যায়েও এর প্রভাব পড়ছে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







