দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় ১টি রিভলবারসহ নুরুল আফছার (২৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলা রামনগর ইউনিয়নের মধ্যম সেকান্দরপুর থেকে তাকে আটক করে বিকালে আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ী ওইদিন গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। পুলিশ বাদী হয়ে থানায় অস্ত্র আইনে ওই ডাকাতকে আসামী করে মামলা দায়ের করে। সে একই গ্রামের মৃত শেখ ফরিদ প্রকাশ ফরিদ আহম্মদের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
সম্পাদনা: আরএইচ