পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা-মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরশুরাম উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান পৌর কাউন্সিলর এনামুল হক, বিআরডিবির চেয়ারম্যন ইয়াছিন শরিফ মজুমদার প্রমূখ।
খেলায় বঙ্গমাতা বাউর পাথর সরকারী প্রাথমিক বিদ্যালয় উত্তর কেতরাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোল্ড হারিয়ে চ্যাম্পিয়ান হয় এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ বক্সমাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান খেলার গৌরব অর্জন করেন। এতে বিভিন্ন ইউনিয়নে ৫১টি বিদ্যালয় অংশগ্রহন করে।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ