নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের এসএসকে সড়কের ফেনী শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা সিরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিকেএম এনামুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ইসলামী ব্যাংক’র নোয়াখালী জোনের ভাইস প্রেসিডেন্ট মো. জামসিদুর রহমান, ব্যাংক’র কলেজ রোজ রোড ফেনী শাখার ব্যবস্থাপক ছানাউল্লাহ, ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহতাব উদ্দিন মুন্না, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঁঞা ও দৈনিক সমকাল’র স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক’র ফেনী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।
সম্পাদনা: আরএইচ







