নিজস্ব প্রতিনিধি>>
ফেনীর দাগনভূঁঞায় ও সোনাগাজীতে পৃথকভাবে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে দাগনভূঞার আলাইয়ার পুর গ্রামে ও সোনাগাজীর পুর্ব চরছান্দিয়ার বড়ধলি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাগনভূঁঞা পৌরসভার ১ নং ওয়ার্ডের আলাইয়ারপুর গ্রামের এয়াকুব আলী ড্রাইভার বাড়ির মজিবুল হক এর ছেলে ফকির আহাম্মদ ও সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামের মাছ ব্যবসায়ী মো. মামুন।
দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো. আবুল খায়ের জানান, ফকির আহাম্মদ সকালে বাড়ির পাশে জলাশয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে শরীরের বিভিন্ন স্থান জ্বলসে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সোনাগাজীতে মাছ ব্যবসায়ী মো. মামুন চরচান্দিয়ার বড়ধলি গ্রামের গণস্বাস্থ্য কেন্দ্র এলাকায় হাঁটার সময় বজ্রপাতে নিহত হন।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







