মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাই উপজেলায় নিখোঁজ হওয়ার ৪ দিনপরও খোঁজ মেলেনি এ. কে খাঁন (৩০) নামে এক রাজ মিস্ত্রীর। এ বিষয়ে বুধবার পিতা মাবুবুল হক বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, এ.কে খাঁন মিরসরাই উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। এরপর গত ৩০ নভেম্বর সকাল ৯ টার সময় তার নিজ বাড়ি সীতাকুন্ড যাওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায়ও এ.কে খাঁনের স্ত্রী নাজমার সাথে তার কথা হয়, কিন্তু রাতে তার স্ত্রী এ.কে খাঁনের নিজ বাড়িতে পৌঁছেছে কিনা জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও বন্ধ পান। সেই থেকে এ.কে খাঁনেরও খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মুঠোফোনগুলো বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় এ.কে খাঁনের পরনে ছিল সাদা কালো চেট শার্টও কালো প্যান্ট, তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, তার গায়ের রং ফর্সা এবং স্বাস্থ্য হালকা।
এ.কে খাঁন সীতাকুন্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিন পশ্চিম সৈয়দপুর গ্রামের বিএসসি তাহেরের বাড়ির মাবুবুল হকের তৃত্বীয় পুত্র।
সম্পাদনা: আরএইচ/এমইউ