নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ট্রাক ভর্তি ২০ হাজার ৬শ’ ৯ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি মালবাহী ট্রাককে থামতে সংকেত দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ট্রাকসহ মালামাল জব্দ করে। সূত্র জানায়, ট্রাকে ২ হাজার ৬শ’ ৯পিস ভারতীয় শাড়ী রয়েছে। এ গুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা।
ফেনীস্থ জয়লষ্কর -০৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হবে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ট্রাকভর্তি কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ
