পরশুরাম প্রতিনিধি>>
পরশুরামে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শুক্রবার খোকা মিয়া মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুল উল-করিম, উপজেলা ভাইস চেয়ারম্যন এনামুল করিম মজুমদার বাদল, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসালম, কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, পরশুরাম পল্লী বিদ্যুতের সমতির এ জি এম আমজাদ হোসাইন, পরশুরাম মডেল থানার এ আই জহির রায়হানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খোকা মিয়া মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







