ফুলগাজী প্রতিনিধি>>
ফুলগাজী উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন মিয়াজীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বরকতুল্লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফুলগাজী উপজেলা জামাতের আমীর আবুল হোসেন মিয়াজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হরতাল-অবরোধোর পুলিশের কাজে বাধা, ভাংচুর ও অগ্নিসংগের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ আরো জানা, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আবুল হোসেন মিয়াজী একই গ্রামের আমির হোসেনের পুত্র।
ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) এম এম মুর্শেদ পিপিএম জামায়াত নেতা আবুল হোসেন মিয়াজীকে গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: আরএইচ/এইচএসটি







