নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে নির্মমতার শিকার আমেনার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। আমেনার স্বচিত্র সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহাকে সব ধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আমেনার চিকিৎসার সব দায়িত্ব নেন।
পরে মঙ্গলবার দুপরে অসুস্থ্য আমেনাকে দেখতে আধুনিক ফেনী সদর হাসপাতালে আসেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। তিনি বাকী জীবনে ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে তার জন্য নতুন পোষাক ও তাকে দেখবালের জন্য তাৎক্ষনিক ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও আমেনার উপর বর্বরচিত নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে সহায়তা চেয়ে ফটো সাংবাদিক দুলাল তালুকদারের হাতেও উপহার তুলে দেন তিনি।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বলেন, সাংসদ নিজাম উদ্দিন হাজারী সব সময় আমেনার খোঁজ খবর রাখছেন। এছাড়াও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার আমেনার খোঁজ খবর নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এর আগে ৯ জুলাই রবিবার গৃহকর্তীর অমানুষিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয় আমেনা নামের ১০ বছরের এক শিশু। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে লোমহর্ষক তথ্য বেরিয়ে আসে। নির্যাতিতা আমেনা জানায়, শহরের নুরিয়া মসজিদ সংলগ্ন আফরোজা ম্যানশনে গৃহকর্মীর কাজ করে আমেনা। আফরোজা তাকে নানাভাবে নির্যাতনের পর ঢাকা তার নরদের বাসায় পাঠিয়ে দেয়। সেখানে অমানুষিক নির্যাতনের পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। সেখানে বাসায় চিকিৎসারপর তাকে পুনরায় ফেনীতে পাঠিয়ে দিলে আফরোজা শনিবার রাতের আধারে বাসা থেকে বের করে দেয়। পরে ভোরে শহরের তাকিয়া রোড়ে দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা বাসায় নিয়ে যায়। তার অবস্থা দেখে তিনি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় নির্যাতিতার ফুফু বাদি হয়ে আফরোজাকে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
সম্পাদনা: আরএইচ/ডিটি